Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

Answer: 1লা নভেম্বর, 1858

Related GK

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
B. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
C. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
D. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. হেমচন্দ্র ঘোষ
C. যদুগোপাল মুখোপাধ্যায়
D. রাসবিহারী বসু

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
D. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্পণ
B. আনন্দমঠ
C. নীলদর্শন
D. দীনবন্ধু

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. লর্ড কর্ণওয়ালিস
B. জন শোর
C. লর্ড ওয়েলেসলি
D. লড ডালহৌসি