Q. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি

Answer: রাজস্থান

Related GK

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. গঙ্গা, ব্রহ্মপুত্র
B. তিস্তা, জলঢাকা, রায়ডাক
C. তিস্তা, গঙ্গা
D. দামোদর, গঙ্গা

Q. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

A. পাম্বন দ্বীপ
B. ব্যারন দ্বীপ
C. আন্দামান দ্বীপ
D. নিকোবর দ্বীপ

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. ক্রান্তীয় মৌসুমী
B. অর্ধশুষ্ক
C. শুষ্ক উপক্রান্তীয়
D. আদ্র

Q. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?

A. রূপনারায়ণ
B. কয়না
C. সুবর্ণরেখা
D. দামোদর

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. মাদুরাই
B. শোলাপুর
C. চেন্নাই
D. কোয়েম্বাটোর

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. অন্ধ্রপ্রদেশ
B. কেরল
C. জম্মু ও কাশ্মীর
D. তেলেঙ্গানা

Q. ভারতের একটি ঠান্ডা মরুভূমি হল

A. লাদাখ
B. তিব্বত
C. থার
D. শিলং মালভূমি