Q. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়

Answer: 1955 সালে

Related GK

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 3রা ডিসেম্বর
B. 26শে নভেম্বর
C. 25শে অক্টোবর
D. 5ই জানুয়ারী

Q. Constituent Assembly 'ভারতীয় সংবিধান' গ্রহণ করেছে

A. 15ই আগস্ট, 1947
B. 26শে জানুয়ারি, 1950
C. 26 শে নভেম্বর, 1949
D. 2রা অক্টোবর, 1950

Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

A. কেশরীনাথ ত্রিপাঠী
B. জগদীপ ধনখড়
C. রাজনারায়ণ সিং
D. নুরুল হাসান

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

A. রাজ্যসভার সদস্যদের
B. রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে
C. লোকসভার সদস্যদের
D. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে

Q. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে?

A. আন্তঃরাজ্য কাউন্সিল
B. পরিকল্পনা কমিশন
C. নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
D. অর্থ কমিশন

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. দ্বিস্তর
B. একস্তর
C. তিনস্তর
D. চারস্তর

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

Note: ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Q. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ‘Chancellor’ হলেন

A. রাজ্যের রাজ্যপাল
B. রাজ্যের শিক্ষামন্ত্রী
C. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
D. রাজ্যের মুখ্যমন্ত্রী

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

Note: ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।