Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

Answer: উডস ডেসপ্যাচ

উডের ডেসপ্যাচ এর মাধ্যমে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের মতো নতুন প্রতিষ্ঠান স্থাপন করা

Related GK

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. উপরের কেউ নয়
C. রাসবিহারী বসু
D. নেতাজী সুভাষ চন্দ্র বসু

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
B. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
C. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
D. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. সিপাহী আন্দোলনের নেতা
B. ফরাজী আন্দোলনের নেতা
C. ওয়াহাবী আন্দোলনের নেতা
D. নীল বিদ্রোহ –এর নেতা

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. বি. আর. আম্বেদকর
B. মহাত্মা গান্ধি
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. সর্দার বল্লভভাই প্যাটেল

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1909 সালে
B. 1907 সালে
C. 1911 সালে
D. 1914 সালে

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ক্যানিং
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্নওয়ালিস
D. উইলিয়াম বেন্টিঙ্ক

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. লালা লাজপৎ রায়
C. ভগৎ সিং
D. মহঃ ইকবাল