Q. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল

Answer: বহুদলীয় ও সংসদীয়

ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো বহুদলীয় ও সংসদীয়। ভারতে বর্তমানে 500 অধিক রাজনৈতিক দল রয়েছে। ভারতে বর্তমানে 7 টি জাতীয় রাজনৈতিক দল রয়েছে।

Related GK

Q. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন

A. ভারতের রাষ্ট্রপতি
B. লোকসভার সঞ্চালক
C. ভারতের প্রধানমন্ত্রী
D. ভারতের উপ-রাষ্ট্রপতি

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. গৌহাটি অধিবেশনে (1926)
B. করাচী অধিবেশনে (1931)
C. লাহোর অধিবেশনে (1929)
D. মাদ্রাজ অধিবেশনে (1927)

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় সাংবিধানিক সভা
B. উপরের কোনোটিই নয়
C. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
D. ইন্ডিয়ান লিগ

Q. রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন

A. বিধান সভার সঞ্চালক তাতে সই করেন
B. রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
C. রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন
D. রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন

Q. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে?

A. নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
B. পরিকল্পনা কমিশন
C. আন্তঃরাজ্য কাউন্সিল
D. অর্থ কমিশন

Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

A. অর্থমন্ত্রক -এর
B. রিজার্ভ ব্যাংক -এর
C. স্টেট ব্যাংক -এর
D. প্রধানমন্ত্রী অফিস -এর

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. চারস্তর
B. দ্বিস্তর
C. তিনস্তর
D. একস্তর

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. সি. রাজাগোপালাচারী
C. রাজেন্দ্র প্রসাদ
D. জহরলাল নেহরু