Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

Answer: করাচী অধিবেশনে (1931)

Related GK

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই এপ্রিল, 1925
B. 14 ই মে, 1935
C. 12 ই মার্চ, 1930
D. 7 ই আগস্ট, 1942

Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

A. প্রফুল্ল চাকী
B. এস. এন. সান্যাল
C. যতীন্দ্রনাথ মুখার্জী
D. পুলিনবিহারী দাস

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. মির কাশিম
B. সরফরজ খাঁ
C. আওরঙ্গজেব
D. দ্বিতীয় বাহাদুর শাহ

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
B. বাংলার কারিগর
C. ভূমিহীন মজুর
D. নীল চাষি

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. সোলোর তত্ত্ব নির্ভর
B. মহলানবীশ তত্ত্ব নির্ভর
C. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
D. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. নেলসন ম্যান্ডেলা
B. কার্ল মার্ক্স
C. মার্টিন লুথার কিং
D. এম. কে. গান্ধী

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. এম. কে. গান্ধি
B. সি. আর. দাশ
C. জহরলাল নেহরু
D. সুভাষচন্দ্র বসু

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভগৎ সিং দ্বারা
B. প্রফুল্ল চাকী দ্বারা
C. ক্ষুদিরাম বোস দ্বারা
D. ভি. ডি. সাভারকর দ্বারা