Q. পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে কবে আসে ?

Answer: 1498 খ্রিস্টাব্দে

ভারতে সর্ব প্রথম বাণিজ্য করতে আসে পর্তুগিজ নাবিক ভাস্কোদাগামা, 1498 খ্রিস্টাব্দে তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছায়।

Related GK

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. হরিশ চন্দ্র মুখার্জি
C. অক্ষয় কুমার দত্ত
D. রামমোহন রায়

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. রামমোহন রায়
B. ডিরোজিও
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. ডেভিড হেয়ার

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. লালা লাজপত রাই
B. পণ্ডিত গুরুদত্ত
C. লালা হংসরাজ
D. স্বামী দয়ানন্দ সরস্বতী

Q. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন?

A. নেতাজী সুভাষচন্দ্র বোস
B. তেজ বাহাদুর সাপ্রু
C. মোহনদাস করমচাঁদ গান্ধী
D. আবুল কালাম আজাদ

Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

A. বিপিন চন্দ্র পাল
B. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C. উমেশ চন্দ্র ব্যানার্জি
D. অরবিন্দ ঘোষ

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
B. স্যার সৈয়দ আহমেদ খান
C. ধন্দো কেশব কার্ভে
D. স্যার উইলিয়াম হান্টার

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহলানবীশ তত্ত্ব নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. সোলোর তত্ত্ব নির্ভর
D. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. রাসবিহারী বসু
B. শাহনওয়াজ খান
C. ক্যাপ্টেন মোহন সিং
D. সুভাষচন্দ্র বোস

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. উপরের কোনোটিই নয়
B. বোম্বে ও থানের মধ্যে
C. হাওড়া ও বোম্বের মধ্যে
D. হাওড়া ও দিল্লির মধ্যে