Q. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত?

Answer: তরাই

হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং তরাই নামে পরিচিত। দার্জিলিং এর পার্বত্য অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। মূলত তিস্তা নদীর পশ্চিম পাশ তরাই এবং পূর্ব পাশ ডুয়ার্স নামে পরিচিত।

Related GK

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. উত্তর আন্দামান-এ
B. ছোট আন্দামান-এ
C. বৃহৎ নিকোবর-এ
D. দক্ষিণ আন্দামান-এ

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

A. লৌহ-ইস্পাত
B. অ্যালুমিনিয়াম
C. সার
D. কার্পাস বয়নশিল্প

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. মহেন্দ্রগিরি
B. নীলগিরি
C. আনাইমুদি
D. জিন্দাগাদা

Q. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. অন্ধপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. মধ্যপ্রদেশ
Dam

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

A. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
B. সুন্দরবন অঞ্চল
C. পূর্ব মেদিনীপুর ও হাওড়া
D. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা