Q. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত?

Answer: তরাই

হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং তরাই নামে পরিচিত। দার্জিলিং এর পার্বত্য অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। মূলত তিস্তা নদীর পশ্চিম পাশ তরাই এবং পূর্ব পাশ ডুয়ার্স নামে পরিচিত।

Related GK

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. ভুটান
B. মরিশাস
C. বাংলাদেশ
D. নেপাল

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. ভারত ও নেপাল
B. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
C. ভারত ও পাকিস্তান
D. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

Q. Where is pearl fishing done in India ?

A. Tuticorin
B. Kandla
C. Nhava Sheva
D. Cochin

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. জয়ন্তী পাহাড়
B. উপরের কোনোটিই নয়
C. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
D. দার্জিলিং পর্বতশ্রেণি

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. পশ্চিমবঙ্গের ধান চাষে
B. মহারাষ্ট্রের তুলা চাষে
C. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
D. পঞ্জাব-হরিয়ানার গম চাষে

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. পুরুলিয়া
B. পশ্চিম বর্ধমান
C. বাঁকুড়া
D. বীরভূম

Q. 'জেলেপ লা' হল একটি পর্বত গিরিপথ (Jelep La Pass), এটি কোথায় দেখা যায়

A. অরুণাচল প্রদেশে
B. সিকিম
C. ভুটান
D. নেপাল