Q. কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় ?

Answer: 1911

1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় ।বঙ্গবিভাগ(বঙ্গ ভঙ্গ) রোড করেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গ ভঙ্গ কার্যকর করেন লর্ড কার্জন । বঙ্গ ভঙ্গ লাগু হয় 1905 সালে।

Related GK

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. রাসবিহারী বসু
C. উপরের কেউ নয়
D. নেতাজী সুভাষ চন্দ্র বসু

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. সরফরজ খাঁ
B. মির কাশিম
C. আওরঙ্গজেব
D. দ্বিতীয় বাহাদুর শাহ

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. আলেকজান্ডার ডাফ
B. এইচ. ভি. ডিরোজিও
C. ডেভিড হেয়ার
D. উইলিয়াম জোন্স

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মহাত্মা গান্ধি
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. বি. আর. আম্বেদকর

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. বি. জি. তিলক
C. রামমোহন রায়
D. স্বামী বিবেকানন্দ

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. মেকলে মিনিট
B. হান্টার কমিশন
C. চার্টার অ্যাক্ট
D. উডস ডেসপ্যাচ

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
C. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
D. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে