Q. মানুষের দুধ-দাঁতের সংখ্যা

Answer: 20

Related GK

Q. আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি

Answer: পেরিপ্লানেটা আমেরিকানা

আরশোলার বিজ্ঞানসম্মত নাম হলো পেরিপ্লানেটা আমেরিকানা।

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
B. পৃথিবীর ঘূর্ণন
C. তারাদের বিশাল আকার
D. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়

Q. প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি?

A. রক্ত কোষ
B. পেশী কোষ
C. যকৃৎ কোষ
D. স্নায়ুকোষ

Q. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

A. অন্ত্রের সংক্রমণ
B. ফ্লুরোসিস
C. ফুসফুসের রোগ
D. রিকেট

Q. নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত?

A. নাইট্রিক অক্সাইড
B. নাইট্রাস অক্সাইড
C. নাইট্রোজেন পেন্টা অক্সাইড
D. নাইট্রোজেন

Q. নিচের কোনটি যোগ করে মাটির pH বাড়ানো যায়

A. বালি (sand)
B. চুনাপাথর (limestone)
C. ইউরিয়া (urea)
D. কংক্রিট (concrete)

Q. ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন

A. চার্লস ডারউইন
B. জি.জে.মেন্ডেল
C. উপরোক্ত কোনটিই নয়
D. টি এইচ মরগান

Q. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে —

A. হাইড্রোজেন
B. অক্সিজেন
C. নাইট্রোজেন
D. কার্বন ডাই-অক্সাইড