Q. নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?

Answer: অজিত দোভাল

নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল। অজিত দোভাল ভারতের সাবেক আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) সদস্য ছিলেন।

Related GK

Q. "ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন" এর সদর দপ্তর কোথায় ?

A. ওয়াশিংটন ডিসি
B. নিউইয়র্ক
C. জেনেভা
D. প্যারিস

Q. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা?

A. জুল্ফিকর আলি
B. আসাদুদ্দীন ওয়েসি
C. দিনকার রাই
D. ওয়েসুদ্দীন সিদ্দীকি

Q. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের 'নমামি গঙ্গে' প্রকল্পটি হল

A. গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন
B. গঙ্গা থেকে খালসেচ
C. গঙ্গার সাথে নদী সংযুক্তি
D. গঙ্গার আরাধনা

Q. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ?

A. গয়া
B. পাটলিপুত্র
C. অযোধ্যা
D. পাটলিপুত্র

Q. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন?

A. পদ্মাকর ভট্ট
B. হরিশচন্দ্র
C. প্রেমচাঁদ
D. লাল্লুজী লাল

Q. নীতি-আয়োগ গঠিত হয়

A. পয়লা জানুয়ারী, 2016 তারিখে
B. পয়লা জানুয়ারী, 2018 তারিখে
C. পয়লা জানুয়ারী, 2017 তারিখে
D. পয়লা জানুয়ারী, 2015 তারিখে