Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

Answer: ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ

লক্ষ্ণৌ চুক্তি (1916) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগ একসাথে লড়বে ।

Related GK

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. খিলাফৎ কমিটি
B. দেওবন্দ স্কুল
C. পীর ফকির মজলিস
D. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ

Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

A. ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
B. ডোমিনিয়ন স্ট্যাটাস
C. কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার
D. প্রাদেশিক স্বায়ত্তশাসন

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. মার্টিন লুথার কিং
B. নেলসন ম্যান্ডেলা
C. কার্ল মার্ক্স
D. এম. কে. গান্ধী

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. থিয়োডোর বেক
B. আব্দুল ওয়াহাব
C. মহসিন উল-মুলক
D. সৈয়দ আমীর আলী

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
C. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
D. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে