Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

Answer: গডউইন অস্টিন

Related GK

Q. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?

A. গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
B. কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
C. মহানদী ও গোদাবরীর মধ্যে
D. গোদাবরী ও কাবেরীর

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. পুরুলিয়া
B. বাঁকুড়া
C. দার্জিলিং
D. জলপাইগুড়ি

Q. Hojagiri dance is a tribal dance form of the Reang community associated with which of the following states/union territories?

A. ত্রিপুরা
B. আসাম
C. পুদুচেরি
D. পশ্চিমবঙ্গ

Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

A. দিয়ারা
B. তাল
C. তরাই
D. ডুয়ার্স
Dam

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. রামসার স্থান হিসেবে
B. পর্যটন ক্ষেত্র হিসেবে
C. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
D. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. সুর্মা উপত্যকা
B. নাহোরকাটিয়া
C. রুদ্রসাগর
D. দিগবয়

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. ঘাটশিলা
B. নাগপুর
C. দুর্গাপুর
D. ময়ূরভঞ্জ

Q. কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

A. থাঞ্জাভুর
B. তিরুবনন্তপুরম
C. কোয়েম্বাটোর
D. তিরুচিরাপল্লী