Q. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয়?

Answer: কার্বন ডাইঅক্সাইড

Related GK

Q. আই. এন. এস. বিক্রমাদিত্য কী?

A. বিমানবাহী যুদ্ধজাহাজ
B. টহলদারি নৌকা
C. লিয়েণ্ডার ক্লাস রণতরী
D. পরমানু শক্তিচালিত সাবমেরিন

Q. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -

A. পেনিসিলিন
B. স্টেপটোমাইসিন
C. ইনসুলিন
D. স্টেরয়েড

Q. নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে?

A. আলু (Potato)
B. সুর্যমুখী (Sunflower)
C. মটরশুঁটি (Pea)
D. জোয়ার (Sorghum)

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা ও টিন
B. তামা, নিকেল ও দস্তা
C. তামা ও দস্তা
D. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম