Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

Answer: জগদীপ ধনখড়

Related GK

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -

A. অনির্দিষ্টকাল
B. 30 মিনিট
C. 60 মিনিট
D. 2 ঘণ্টা

Q. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

A. ভারতের রাষ্ট্রপতি
B. ভারতের প্রধানমন্ত্রী
C. উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
D. লোকসভার অধ্যক্ষ

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. রাজ্যের Advocate General দ্বারা
B. High court -এর প্রধান বিচারক দ্বারা
C. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
D. Governor দ্বারা

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. আর্থিক যোজন
B. রাজনৈতিক দায়বদ্ধতা
C. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
D. উন্নতিতে জনগণের অংশগ্রহণ

Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

A. বিরোধী দলের নেতা
B. রাষ্ট্রপতির মনোনীত সদস্য
C. উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
D. ভারতের উপরাষ্ট্রপতি

Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

A. প্রধানমন্ত্রী অফিস -এর
B. স্টেট ব্যাংক -এর
C. রিজার্ভ ব্যাংক -এর
D. অর্থমন্ত্রক -এর