Q. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে?

Answer: 1946

Related GK

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. হান্টার কমিশন
B. মেকলে মিনিট
C. উডস ডেসপ্যাচ
D. চার্টার অ্যাক্ট

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. নেলসন ম্যান্ডেলা
B. এম. কে. গান্ধী
C. কার্ল মার্ক্স
D. মার্টিন লুথার কিং

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. আব্দুল ওয়াহাব
B. মহসিন উল-মুলক
C. সৈয়দ আমীর আলী
D. থিয়োডোর বেক

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. ভাইসরয় লর্ড ওয়াভেল
B. লর্ড মাউন্টব্যাটন
C. ক্লিমেন্ট অ্যাটলি
D. উইনস্টন চার্চিল

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
B. সিমলা কনফারেন্স আহ্বান করা
C. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
D. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 15 ই আগস্ট, 1921
B. 13 ই এপ্রিল, 1919
C. 25 শে সেপ্টেম্বর, 1925
D. 21 শে এপ্রিল, 1922

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. পীর ফকির মজলিস
B. খিলাফৎ কমিটি
C. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
D. দেওবন্দ স্কুল

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
D. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না