Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

Answer: স্যার উইলিয়াম জোন্স

উইলিয়াম জোনস 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।

Related GK

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. জন স্টুয়ার্ট মিল
B. উইলিয়াম জোনস
C. ডেভিড হেয়ার
D. আলেকজান্ডার ক্যানিংহ্যাম

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।
B. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
C. উপরের কোনোটিই নয়
D. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।

Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

A. সি. আর. দাশ
B. সুভাষ বোস
C. তিলক
D. রাসবিহারী বোস

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. স্বামী বিবেকানন্দ
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রামমোহন রায়
D. বি. জি. তিলক

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. বেঙ্গল জমিদার লিগ
B. ভারত সভা
C. ভারতের কমিউনিস্ট পার্টি
D. মুসলিম লিগ

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. রাজ্যসমূহের সংঘ
C. যুক্তরাষ্ট্র
D. রাষ্ট্র সমবায়

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড লিটন
B. লর্ড ওয়েলেসলী
C. লর্ড কার্জন
D. লর্ড ডালহৌসী

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. মহাত্মা গান্ধী
B. বল্লভভাই প্যাটেল
C. রাজাগোপালাচারী
D. চমনলাল

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. বি. আর. আম্বেদকর
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. মহাত্মা গান্ধি
D. সর্দার বল্লভভাই প্যাটেল