Q. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Answer: অন্ধপ্রদেশ

সোমাসিলা বাঁধটি পেন্না নদীর(Penna River) উপর নির্মিত।

Dam

Related GK

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. কারাকোরাম
B. পীরপাঞ্জাল
C. শিবালিক
D. জাস্কার

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. কোচিন শিপইয়ার্ড, কোচি
B. মাজাগাঁও ডক, মুম্বাই
C. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
D. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. ভুটান
B. মরিশাস
C. নেপাল
D. বাংলাদেশ

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. জলঢাকা ও রায়ঢাক নদী
B. তিস্তা ও জলঢাকা নদী
C. তিস্তা ও রায়ঢাক নদী
D. তিস্তা ও করলা নদীর

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. করমন্ডল উপকূলে
B. মালাবার উপকূলে
C. কঙ্কণ উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে

Q. করবেট জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. উত্তরাখণ্ড
C. ত্রিপুরা
D. পশ্চিমবঙ্গ

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. ভারত ও নেপাল
B. ভারত ও পাকিস্তান
C. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
D. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া