Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

Answer: কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।

Related GK

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. খান আব্দুল কোয়াইয়মখান
B. আব্দুল রব নিস্তার
C. শকাতুল্লাহ আনসারি
D. খান আব্দুল গফফর খান

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
B. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
C. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
D. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
B. খিলাফৎ কমিটি
C. দেওবন্দ স্কুল
D. পীর ফকির মজলিস

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. লর্ড ওয়েলেসলি
B. জন শোর
C. লড ডালহৌসি
D. লর্ড কর্ণওয়ালিস

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারতের কমিউনিস্ট পার্টি
B. মুসলিম লিগ
C. বেঙ্গল জমিদার লিগ
D. ভারত সভা

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. জি এল নন্দ
B. এন এম যোশি
C. দাদাভাই নওরোজী
D. ভি বি প্যাটেল

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. এ. ও. হিউম
B. মতিলাল নেহরু
C. বাল গঙ্গাধর তিলক
D. সুরেন্দ্র নাথ ব্যানার্জী

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. লর্ড কার্জন
B. লর্ড ডাফরিন
C. থিওডোর বেক
D. স্যার সৈয়দ আহমেদ খান