Q. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?

Answer: গৌড়

গৌড়েশ্বর মহারাজাধিরাজ শশাঙ্কদেব ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি ও প্রথম স্বাধীন রাজা। ঐতিহাসিকদের মতে তিনি ৫৯৩ থেকে ৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তার সিংহাসনের আরোহণের দিন থেকে গণনা শুরু হয় যা বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ ।তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা।

Related GK

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. বদরউদ্দিন তৈয়বজী
B. দাদাভাই নৌরজী
C. গোপালকৃষ্ণ গোখলে
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. রাসবিহারী বোস
D. আনন্দ মোহন বোস

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1568 খ্রিস্টাব্দে
B. 1562 খ্রিস্টাব্দে
C. 1571 খ্রিস্টাব্দে
D. 1575 খ্রিস্টাব্দে

Q. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —

A. শেখ মুবারক
B. আবুল ফজল
C. ফৈজি
D. বদাউনি

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
B. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
D. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. এ ভি আলেকজান্ডার
B. লর্ড ওয়াভেল
C. স্যার স্ট্যাফর্ড ক্রিপস
D. স্যার পেথিক লরেন্স

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. চৌধুরী চরণ সিং
B. অটল বিহারী বাজপেয়ী
C. জয়প্রকাশ নারায়ণ
D. মোরারজি দেশাই