Q. Servants of India society কে প্রতিষ্ঠা করেছিলেন

Answer: গোপালকৃষ্ণ গোখলে

সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি মহারাষ্ট্রের পুনেতে, ১৯২০ সালের ১২ ই জুন গোপাল কৃষ্ণ গোখলে দ্বারা গঠিত হয়েছিল, যারা এই সমিতি গঠনের জন্য ডেকান এডুকেশন সোসাইটি ত্যাগ করেছিলেন।

Related GK

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. মির কাশিম
B. আওরঙ্গজেব
C. দ্বিতীয় বাহাদুর শাহ
D. সরফরজ খাঁ

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. অক্ষয় কুমার দত্ত
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. রামমোহন রায়
D. হরিশ চন্দ্র মুখার্জি

Q. 'গদর' শব্দের অর্থ কী?

A. মুক্তি
B. বিপ্লব
C. স্বাধীনতা
D. স্বরাজ

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. ফরাজী আন্দোলনের নেতা
B. সিপাহী আন্দোলনের নেতা
C. নীল বিদ্রোহ –এর নেতা
D. ওয়াহাবী আন্দোলনের নেতা

Q. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন

A. হুমায়ুন
B. শের শাহ
C. গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
D. বাহলুল খান লোদী