Q. সম্প্রতি সৌরজগতের কোন গ্রহ টি গ্রহের মর্যাদা হারায়়?

Answer: প্লুটো

2006 সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, এটি বর্তমানে বামন গ্রহ বা Dwarf planet. এখনো পর্যন্ত বামন গ্রহের সংখ্যা হল পাঁচটি এরা হলো সেরেস, এরিস, হাউমেয়া, মাকেমাকে ও প্লুটো।

Related GK

Q. ____ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

A. শিলং (Shilong)
B. উপরের কোনটি নয়
C. মিরিক (Mirik)
D. নকরেক (Nokrek)

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. রাজস্থান
B. জম্মু ও কাশ্মীর
C. উত্তরাখণ্ড
D. হিমাচল প্রদেশ

Q. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?

A. গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
B. মহানদী ও গোদাবরীর মধ্যে
C. গোদাবরী ও কাবেরীর
D. কৃষ্ণা ও কাবেরীর মধ্যে

Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

A. নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
B. বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
C. পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
D. হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. দেরাদুন
B. লক্ষ্ণৌ
C. ভোপাল
D. দিল্লি

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. শনি
B. মঙ্গল
C. বুধ
D. পৃথিবী

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
B. ফসফো ভিনাইল ক্লোরাইড
C. পলিভিনাইল ক্লোরাইড
D. পলিভিনাইল কার্বোনেট