Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

Answer: নীল চাষি

Related GK

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. বক্সারের যুদ্ধ, 1764
B. পলাশীর যুদ্ধ, 1757
C. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
D. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. লালা লাজপৎ রাই
B. সি. রাজাগোপালাচারি
C. বাল গঙ্গাধর তিলক
D. পি. সীতারামাইয়া

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. আলেকজান্ডার ডাফ
B. এইচ. ভি. ডিরোজিও
C. ডেভিড হেয়ার
D. উইলিয়াম জোন্স

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. দাদাভাই নৌরজী
B. বদরউদ্দিন তৈয়বজী
C. গোপালকৃষ্ণ গোখলে
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. আসফ আলি
B. মহম্মদ আলি জিন্না
C. এইচ. এস. সুহরাওয়ার্দি
D. চৌধুরী রহমত আলি

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. নানাসাহেব
B. লিয়াকৎ আলি
C. বেগম হজরৎ মহল
D. বাহাদুর শাহ

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. স্বামী দয়ানন্দ সরস্বতী
B. লালা হংসরাজ
C. লালা লাজপত রাই
D. পণ্ডিত গুরুদত্ত

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. শাহনওয়াজ খান
B. রাসবিহারী বসু
C. সুভাষচন্দ্র বোস
D. ক্যাপ্টেন মোহন সিং