Q. ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন

Answer: চার্লস ডারউইন

Related GK

Q. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়

A. স্পাম
B. ভাইরাস
C. ফোলিস
D. বাগস্

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
B. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
C. পৃথিবীর ঘূর্ণন
D. তারাদের বিশাল আকার

Q. ক্যান্ডেলা নিচের কোন রাশির SI একক?

A. আলোর তীব্রতা(Luminous intensity)
B. তাপমাত্রা(Temperature)
C. ভর(Mass)
D. দৈর্ঘ্য(Length)

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা ও দস্তা
B. তামা ও টিন
C. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
D. তামা, নিকেল ও দস্তা

Q. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে

A. 8 মিনিট
B. 16 মিনিট
C. 2 মিনিট
D. 4 মিনিট

Q. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -

A. স্টেপটোমাইসিন
B. পেনিসিলিন
C. স্টেরয়েড
D. ইনসুলিন

Q. 'হাইড্রোপোনিক্স' (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত?

A. জল
B. মাটি ছাড়া গাছের প্রতিপালন
C. হাইড্রোজেন যুক্ত যৌগ
D. বংশ পরম্পরা