Q. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে 'পূর্ণ স্বাধীনতা' অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল?

Answer: লাহোর, 1929

26শে জানুয়ারী 1930 সালে ভারতীয় জাতীয়তাবাদী নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পূর্ণ স্বরাজ দাবি করেন।
৩১ শে ডিসেম্বর, ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোরে কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস 26শে জানুয়ারী 1930 খ্রিস্টাব্দ দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে।

Related GK

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. কোলকাতা
B. রাঁচি
C. দিসপুর
D. খড়গপুর

Q. Who among the following had led the Aligarh Movement?

A. Muhammad Iqbal
B. Syed Ahmad Khan
C. Muhammad Ali Jinnah
D. Abul Kalam Azad

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. ডিসেম্বর, 1946
B. অক্টোবর, 1946
C. নভেম্বর, 1946
D. জানুয়ারী, 1947

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. চুয়াড় বিদ্রোহ
B. কোল বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
B. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
C. মাউন্টব্যাটেন পরিকল্পনা
D. মিন্টো-মরলে রিফর্মস

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. তেজ বাহাদুর সপরু
B. পূর্বে উক্ত সকলেই
C. ভূলাভাই দেশাই
D. জওহরলাল নেহরু

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. অযোধ্যার নবাব
B. মুঘল সম্রাট
C. বাংলার নবাব
D. হায়দ্রাবাদের নিজাম