Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

Answer: 1575 খ্রিস্টাব্দে

আকবর 1575 খ্রিস্টাব্দে আগ্রার ফতেপুর সিক্রি তে ইবাদৎখানা বা ধর্মীয় সভাঘর স্থাপন করেন।

Related GK

Q. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —

A. শেখ মুবারক
B. আবুল ফজল
C. বদাউনি
D. ফৈজি

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. ডেভিড হেয়ার
C. ডিরোজিও
D. রামমোহন রায়

Q. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

A. রাজা রামমোহন রায়
B. মতিলাল নেহেরু
C. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
D. চিত্তরঞ্জন দাশ

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. তামাক এবং ভুট্টা
C. বাজরা এবং চিনাবাদাম
D. আলু এবং সরিষা