Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Related GK

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. সি. রাজাগোপালাচারী
B. রাজেন্দ্র প্রসাদ
C. জহরলাল নেহরু
D. বি.আর. আম্বেদকর

Q. Who among the following can appoint the Comptroller and Auditor General of India?

A. The Prime Minister
B. The Chief Justice of the Supreme Court
C. The Vice President
D. The President

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 5ই জানুয়ারী
B. 25শে অক্টোবর
C. 26শে নভেম্বর
D. 3রা ডিসেম্বর

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. চার বছর
B. ছয় বছর
C. পাঁচ বছর
D. আট বছর

Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

A. ২৩ শে জানুয়ারি ১৯৪৭
B. 26 November 1949
C. ২৬ শে জানুয়ারি ১৯৪৯
D. ১৫ই আগস্ট ১৯৫০

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -

A. সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা
B. লোকসভার সদস্যের দ্বারা
C. রাজ্যসভার দ্বারা
D. সংসদের সদস্যের দ্বারা

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

A. পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা-সমূহের সদস্যদের দ্বারা ।
B. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ।
C. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ।
D. পার্লামেন্টের সদস্যদের দ্বারা ।