Q. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?

Answer: 5

Related GK

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. পর্যটন ক্ষেত্র হিসেবে
B. রামসার স্থান হিসেবে
C. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
D. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. জলঙ্গী নদী
B. ভাগীরথী নদী
C. মহানন্দা নদী
D. মাথাভাঙ্গা নদী

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1989 খ্রিঃ
B. 1984 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1986 খ্রিঃ

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. পিণ্ডারি
B. সিয়াচেন
C. হিসপার
D. গঙ্গোত্রী

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. ভারত ও পাকিস্তান
B. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
C. ভারত ও নেপাল
D. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

Q. কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

A. তিরুচিরাপল্লী
B. তিরুবনন্তপুরম
C. কোয়েম্বাটোর
D. থাঞ্জাভুর

Q. ভারতে বিমান তৈরি হয়

A. ভোপালে
B. বেঙ্গালুরুতে
C. নাসিকে
D. কানপুরে

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. জম্মু ও কাশ্মীর
B. রাজস্থান
C. হিমাচল প্রদেশ
D. উত্তরাখণ্ড