Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

Answer: হাওড়া থেকে হুগলি

1854 সালের 15th আগস্ট পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়।
(এবং ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয় 16 এপ্রিল 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত)

Related GK

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. মুসলিম লিগ
B. বেঙ্গল জমিদার লিগ
C. ভারতের কমিউনিস্ট পার্টি
D. ভারত সভা

Q. হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

A. কাবেরী
B. মহানদী
C. গোদাবরী
D. পেরিয়ার
Dam

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. রামমোহন রায়
B. স্বামী বিবেকানন্দ
C. বি. জি. তিলক
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. নীলগিরি
B. মহেন্দ্রগিরি
C. আনাইমুদি
D. জিন্দাগাদা

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও নেপাল
C. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
D. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
B. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
C. হোমরুল লীগ ও মুসলিম লীগ
D. মুসলিম লীগ ও ভারত সভা

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. হসরত মোহানি
B. মোতিলাল নেহেরু
C. চিত্তরঞ্জন দাশ
D. গান্ধীজি

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. ঘাটশিলা
B. নাগপুর
C. ময়ূরভঞ্জ
D. দুর্গাপুর