Q. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে?

Answer: 154

Related GK

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. Governor দ্বারা
B. High court -এর প্রধান বিচারক দ্বারা
C. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
D. রাজ্যের Advocate General দ্বারা

Q. রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন

A. রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
B. রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন
C. বিধান সভার সঞ্চালক তাতে সই করেন
D. রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

A. রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে
B. রাজ্যসভার সদস্যদের
C. লোকসভার সদস্যদের
D. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 25শে অক্টোবর
B. 3রা ডিসেম্বর
C. 5ই জানুয়ারী
D. 26শে নভেম্বর

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. করাচী অধিবেশনে (1931)
B. লাহোর অধিবেশনে (1929)
C. মাদ্রাজ অধিবেশনে (1927)
D. গৌহাটি অধিবেশনে (1926)