Q. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে?

Answer: অর্থ কমিশন

সংবিধানের 280 নম্বর ধারাতে অর্থ কমিশনের গঠন ও ভূমিকা বর্ণিত আছে

Related GK

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. ছয় বছর
B. আট বছর
C. চার বছর
D. পাঁচ বছর

Q. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ‘Chancellor’ হলেন

A. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
B. রাজ্যের রাজ্যপাল
C. রাজ্যের শিক্ষামন্ত্রী
D. রাজ্যের মুখ্যমন্ত্রী

Q. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়

A. 1956 সালে
B. 1959 সালে
C. 1955 সালে
D. 1958 সালে

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KMC (কলকাতা নগর নিগম )
B. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
C. KC (কলকাতা নিগম)
D. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. সি. রাজাগোপালাচারী
C. জহরলাল নেহরু
D. রাজেন্দ্র প্রসাদ

Q. লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -

A. 2 ঘণ্টা
B. অনির্দিষ্টকাল
C. 30 মিনিট
D. 60 মিনিট

Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

A. ১৫ই আগস্ট ১৯৫০
B. ২৬ শে জানুয়ারি ১৯৪৯
C. 26 November 1949
D. ২৩ শে জানুয়ারি ১৯৪৭

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -

A. সংসদের সদস্যের দ্বারা
B. রাজ্যসভার দ্বারা
C. লোকসভার সদস্যের দ্বারা
D. সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা