Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

Answer: ডোমিনিয়ন স্ট্যাটাস

Related GK

Q. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন?

A. সরলা দেবী চৌধুরানী
B. অ্যানি বেসান্ত
C. মিরা বেন
D. সরোজিনী নাইডু

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. চিত্তরঞ্জন দাস
B. লালা হরদয়াল
C. ওপেন হাজারিকা
D. ভূপেন্দ্র মুখোপাধ্যায়

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
B. ডান্ডি মার্চ
C. চৌরিচৌরা
D. রাওলাট আইন

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. বাংলার কারিগর
B. ভূমিহীন মজুর
C. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
D. নীল চাষি

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. হসরত মোহানি
B. গান্ধীজি
C. মোতিলাল নেহেরু
D. চিত্তরঞ্জন দাশ

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. এ. ও. হিউম
B. অমর্ত্য সেন
C. দাদাভাই নওরোজী
D. রমেশচন্দ্র দত্ত

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. মহম্মদ আলি জিন্না
B. আসফ আলি
C. এইচ. এস. সুহরাওয়ার্দি
D. চৌধুরী রহমত আলি

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. লিবারাল পার্টি
B. কনজারভেটিভ পার্টি
C. লেবার পার্টি
D. অফিসিয়াল পার্টি

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. সিমলা কনফারেন্স আহ্বান করা
B. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
C. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
D. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ