Geography

Q. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?

A. কয়না
B. সুবর্ণরেখা
C. দামোদর
D. রূপনারায়ণ

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও কারাকোরাম
B. কারাকোরাম ও শিবালিক
C. জাস্কার ও শিবালিক
D. জাস্কার ও পীরপাঞ্জাল

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. উপরের কোনোটিই নয়
B. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
C. জয়ন্তী পাহাড়
D. দার্জিলিং পর্বতশ্রেণি

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. পীরপাঞ্জাল
B. শিবালিক
C. কারাকোরাম
D. জাস্কার

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. নীলগিরি
B. মহেন্দ্রগিরি
C. জিন্দাগাদা
D. আনাইমুদি

Q. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

A. কানপুরে
B. ধানবাদে
C. কটকে
D. কোয়েম্বাটুরে

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. ফসফো ভিনাইল ক্লোরাইড
B. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
C. পলিভিনাইল ক্লোরাইড
D. পলিভিনাইল কার্বোনেট